যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কেমিকৌশল (সিএইচই) বিভাগের প্রভাষক ড. মোঃ ইকরাম হোসেন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক শুভ দেব।
রবিবার (১৭ নভেম্বর) রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো: এমদাদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল (সিএইচই) বিভাগের প্রভাষক ড. মোঃ ইকরাম হোসেন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক শুভ দেবকে তাদের নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে শহীদ মসিয়ূর রহমান ছাত্র হলের ‘সহকারী প্রভোস্ট’ হিসেবে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব প্রদান করা হলো। তাঁরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
বর্তমানে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মজনুজ্জামান।