খুলনা বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের উদ্যোগে অনুষ্ঠিত হলো “জশন-এ_খাজা” এর কাওয়ালি সন্ধ্যা। অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৮.৩০ মিনিটে এবং এটি আয়োজিত হয় খাজা হলের ব্যাডমিন্টন কোর্টে।
অনুষ্ঠানে কাওয়ালির জনপ্রিয় দল “ক্যাসিদা ব্যান্ড” তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলে। ক্যাসিদা ব্যান্ডের শিল্পীরা বিভিন্ন জনপ্রিয় কাওয়ালি গান পরিবেশন করেন, যার মধ্যে “কুন ফায়া কুন” ও “তেরি দরবার মে” উল্লেখযোগ্য।
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ আহমেদ সূর্য উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এমন একটি কাওয়ালি সন্ধ্যার অভিজ্ঞতা খুবই মনোমুগ্ধকর। ক্যাসিদা ব্যান্ডের পরিবেশনা আমাদের মধ্যে একধরনের আধ্যাত্মিকতার সঞ্চার করেছে। এমন আয়োজন বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিকে আরো সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানটি শেষে উপস্থিত শিক্ষার্থী এবং দর্শকরা আয়োজনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন আরও আয়োজনের জন্য অনুরোধ জানান।