ফাহাদ খন্দকার, খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডিন ও ডিসিপ্লিন প্রধানরা গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি ওঠে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
বক্তারা গুচ্ছ পদ্ধতিকে “জটিল, অস্বচ্ছ ও বৈষম্যমূলক” আখ্যা দিয়ে বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা নষ্ট করছে এবং একাডেমিক ক্যালেন্ডার পরিচালনায় বাধা সৃষ্টি করছে। এর ফলে শিক্ষার্থীদের টার্ম সময় সংকুচিত করতে হচ্ছে, যা আন্ডারগ্রাজুয়েট অর্ডিন্যান্সের লঙ্ঘন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধক। একই সেশনে একাধিক ব্যাচ থাকার কারণে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট ও অবকাঠামোগত সমস্যাও বাড়ছে।
এছাড়া গুচ্ছ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়ের ওবিই কারিকুলাম সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এবং মেধাবী শিক্ষার্থী যাচাই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। বক্তারা আরও উল্লেখ করেন, গুচ্ছভর্তি পরীক্ষার কারণে সিট ফাঁকা থাকার হার বেড়েছে, যা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বৈচিত্র্যের অভাব তৈরি করছে।
সভায় উপাচার্য ড. রেজাউল করিম জানান, শিক্ষার্থী ও শিক্ষকদের দাবির সঙ্গে একমত হয়ে খুবি শিগগিরই নিজস্ব ভর্তি পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নেবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন এবং তাদের মতামত প্রদান করেন।