রিপোর্টার –এজাজ আল মাহমুদ সুজন
রিপোর্ট—আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি।
দীর্ঘ ৮ মাস পর ওয়ানডে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী ২৭ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইরিশদের বিপক্ষে ঘোষিত দলে দীর্ঘ ১৮ মাস পর ওয়ানডে জার্সিতে নামতে যাচ্ছেন পেসার জাহানারা আলম। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ডানহাতি পেসার।
ঘরের মাঠে সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। আইরিশদের বিপক্ষে ওয়ানডে দলে নতুন মুখ ১৮টি টি-টোয়েন্টি খেলা সানজিদা আক্তার মেঘলা ও সদ্য টি-টোয়েন্টিতে অভিষিক্ত তাজ নেহার।
আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ওয়ানডে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৫ ডিসেম্বর সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই:
দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।