• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জয়ের দিন পয়েন্ট হারালো , ব্রাজিল 

report71
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৯:০০ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার জয়ের দিন পয়েন্ট হারালো , ব্রাজিল 

রিপোর্টার–এজাজ আল মাহমুদ সুজন 

ভালভার্দের গোলের পর উরুগুয়ের ফুটবলাররা যখন উচ্ছ্বাসে মত্ত, ব্রাজিল তখন হতাশায়। অবশ্য ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে। ছবি: রয়টার্স

গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের মাঠে ২-০ গোলে হেরেছিল ব্রাজিল। সর্বশেষ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি দেখাতেও মার্সেলো বিয়েলসার শিষ্যদের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ঘণ্টা বাজে সেলেসাওদের। সেদিক বিবেচনায় ব্রাজিলের আজকের ম্যাচটি প্রতিশোধের। কিন্তু প্রতিশোধ আর কোথায় নিতে পারল ব্রাজিল?

বাংলাদেশ সময় আজ সকালে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠ অ্যারেনা ফন্তে নোভাতে ১-১ গোলে ড্র করেছে দরিফাউ জুনিয়রের দল। ৫৫ মিনিটে ফেদে ভালভের্দের গোলে উরুগুয়ে এগিয়ে যাওয়ার পর ৬২ মিনিটে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোলটি করেন গেরসন।

 

আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করা ব্রাজিল আজ ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে। কিন্তু একের পর এক গোল মিসের মহড়া দিতে থাকেন রাফিনিয়া-ভিনিসিয়ুসরা। বলতে গেলে গোল মিসের হতাশা নিয়েই প্রথমার্ধ পার করে ব্রাজিল। এ সময় ৭ শট নিয়ে মোটে ১টি শট লক্ষ্যে রাখতে পারেন ভিনিসিয়ুসরা।

ব্রাজিলের আক্রমণের মাঝেই ম্যাচের ৩০ মিনিটে পাল্টা আক্রমণে ওঠে উরুগুয়ে। এ যাত্রায় ভালভের্দের শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় গোল পেয়ে গিয়েছিল ব্রাজিল। রাফিনিয়ার কর্নার থেকে ইগর জেসুসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলকিপার রোচে।

৫৩ মিনিটে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস। তবে এর দু মিনিট পরে সুযোগ পেয়ে সেটি কাজে লাগায় উরুগুয়ে। বক্সের বাঁ প্রান্ত থেকে আরাউহোর পাস দেন ভালভের্দের উদ্দেশ্যে। সেটি নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা পজিশন তৈরি করে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্রাজিল সমর্থকদের স্তব্ধ করেন ভিনিসিয়ুসেরই রেয়াল মাদ্রিদ সতীর্থ ভালভের্দে।

অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি সেলেসাওরা।

 উরুগুয়ের বক্সে ফেলা রাফিনিয়ার ক্রস হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেন সারাচ্চি। কিন্তু সেটি চলে যায় বক্সের ঠিক বাইরে দাঁড়ানো গেরসনের সামনে। সেখান থেকে বাঁ পায়ের দারুণ শটে ব্রাজিলকে সমতায় ফেরান গেরসন।

এরপর দুদলই অবশ্য চেষ্টা চালিয়েছে। তবে ৭৯ মিনিটে ভিনিসিয়ুস যেভাবে সুযোগ হাতছাড়া করেছেন, সেটি আফসোসে পোড়বে ব্রাজিল সমর্থকদের। ১ মিনিট পর বক্সের বাইরের থেকে নেওয়ার রাফিনিয়ার জোরাল শট পোস্টের ওপর দিয়ে যায়।

এতে ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিলের। তাতে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উরুগুয়ে। আর ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।