• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় দুপক্ষকে পৈত্রিক সম্পত্তির মালিকানা নির্ধারণে ভূমি অফিসের নোটিশ

report71
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ণ

তারিখঃ ১৯ নভেম্বর ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পৈত্রিক সম্পত্তির মালিকানা নির্ধারণে দুপক্ষকে ভূমি অফিস থেকে নোটিশ প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি)। ঘটনাটি ঘটেছে পৌর শহরের কলেজ রোড সাহা বাড়িতে। নোটিশের বাদী নির্জন সাহা গং জানান, তাদের পূর্ব পুরুষের রেকর্ডীয় জমিতে কৃষি অফিসের কীটনাশক রাখার গোডাউন তৈরি করা হয়েছিল। দীর্ঘ বছর উক্ত ভূমির মালিকরা তাদের রেকর্ডীয় সম্পত্তি ভোগ দখল করতে না পারায় ভূমির মালিক নির্জন সাহা গং সহকারী কমিশনার (ভূমি) এর নিকট একটি লিখিত আবেদন করেন। আবেদনের মাধ্যমে তারা তাদের জমি ফিরে পেতে এবং দীর্ঘ বছর উক্ত জমি আটকে রাখার জন্য ক্ষতিপূরণ দাবী করেছেন। এ বিষয়ে নির্জন সাহা বলেন, গত দুই দিন আগে আমার বাসায় ভূমি অফিস থেকে একটি নোটিশ এসেছে। নোটিশে আগামীকাল ২০ নভেম্বর সকাল ১০ টায় সকল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে হাজির হতে বলা হয়েছে। তাই আমাদের পরিবার অনেক বছর পরে তাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার আশায় সরকারের কাছে জোর অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে পৈত্রিক সম্পত্তির মালিক পলাশ সাহা বলেন, আমার বাব-দাদার পৈত্রিক সম্পত্তি আমরা ফিরে পেতে চাই। কৃষি অফিসের সদয় দৃষ্টি কামনা করছি। আপনারা আপনাদের ক্রয়কৃত সম্পত্তিতে ফিরে যান নতুবা আমাদের সম্পত্তি আপনারা মূল্য নির্ধারণ করে আমাদেরকে দেয়ার ব্যবস্থা করেন। গৌর সাহা বলেন, আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমরা অশিক্ষিত থাকায় জমিজমার বিষয় কাগজপত্র না বোঝায় আমাদের এলাকার কুচক্রী মহল কৃষি অফিসকে ভুল বুঝিয়ে তাদের ক্রয় করা সম্পত্তি না দেখিয়ে আমাদের পৈত্রিক সম্পত্তির মধ্যে কৃষি অফিসের গোডাইন স্থাপনে সহায়তা করে। কৃষি অফিসারের সদয় দৃষ্টি কামনা করছি যাতে আমরা গরিব মানুষ আমাদের জমি ফিরে পাই। নতুবা আমাদের ন্যায্য মূল্য দিয়ে জমিটি আপনারা কিনে নেন। এ বিষয়ে কৃষি অফিসের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, নোটিশ পেয়েছি। কাগজপত্র যাচাই বাছাই করে ভেবে দেখা হবে। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি বলেন, দু পক্ষকে নোটিশ দেয়া হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।