• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


না ফেরার দেশে চলেগেলেন পানপট্টি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ণ
না ফেরার দেশে চলেগেলেন পানপট্টি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এলাকায় শোকের ছায়া

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। গলাচিপা উপজেলাধীন পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব গোলাম মোস্তফা আজ রাত ২.০০ টার সময় ঢাকা হৃদরোগ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মহান আল্লাহ যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার ক্ষমতা দান করেন, আমিন।
প্রথম জীবনে তিনি বিপিসি স্কুলে চাকরি শুরু করেন। এরপর তিনি নিজ জন্মস্থানে অবস্থিত পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। সেখান থেকে তিনি গত বছর অবসর গ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।