• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শার্শায় অবৈধ ভাবে দখলকৃত ভূমি উদ্ধার

report71
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ণ
শার্শায় অবৈধ ভাবে দখলকৃত ভূমি উদ্ধার

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃযশোরের শার্শার সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধভাবে দখলকৃত সরকারি জমি ১৫০টি সম্বলিত ফ্লাগ দিয়ে সীমানা চিহ্নিত করে প্রশাসন

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার যশোর জেলার শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় শার্শা-১ আসনের সাবেক এমপি আফিল উদ্দিনের মালিকানাধীন আফিল ব্রিডার ফার্ম লিমিটেড এর অবৈধভাবে দখলকৃত ৪১.৯৬ একর(খাস ৩৯.৩৯ একর ও ভিপি ক তফসিলভুক্ত ২.৫৭ একর) জমি ১৫০ টি বাশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে উপজেলা প্রশাসন কর্তৃক দখলমুক্ত করা হয়। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শার সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারী জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করে।