• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ভর্তি বিষয়ক সেমিনার সম্পন্ন।

report71
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ভর্তি বিষয়ক সেমিনার সম্পন্ন।

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি ::
speker হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তালামীযের সাবেক সদস্য শাহ সালমান মাহমুদ।

শাখার সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালণায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিয তৌরীছ আলী,সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শিহাব,উপজেলা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান,প্রচার সম্পাদক রাহেল আহমদ,তিলকচানপুর আদিত্যপুর মাদরাসার সভাপতি আলিনুর রহমান সাধারণ সম্পাদক মাহফুজ খাঁন প্রমুখ।