• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎপৃষ্টে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো জামায়াতে ইসলাম

report71
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ণ
বিদ্যুৎপৃষ্টে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো জামায়াতে ইসলাম

সঞ্জিব দাস ,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি

গলাচিপা আমখোলা ইউনিয়নের পূর্ব বাঁশবুনিয়া গ্রামে গত শুক্রবার গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে নিহত মনির হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।

১৯ নভেম্বর মঙ্গলবার নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন – সাবেক পটুয়াখালী জেলা আমীর এবং বর্তমান বরিশাল আঞ্চলিক সাংগঠনিক কমিটির সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মু: শাহ আলম, পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সারী, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ ও গলাচিপা উপজেলা আমীর ডা: মু: জাকির হোসেন।

জানা যায়, গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব বাঁশবুনিয়া গ্রামের বাবর আলী মৃধার ছেলে শ্রমিক মনির হোসেন মৃধা(৪০) শুক্রবার সকালে বাড়ির পশ্চিম পাশে রেইনট্রি গাছের ডাল কাটতে উঠে।

এসময় গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহায়তায় মনিরের মরদেহ গাছ থেকে নামানো হয়।