• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে এলজিইডির নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ।

report71
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে এলজিইডির নারী কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ।

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:-
মেহেন্দিগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির আওতাধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি) প্রকল্পের ১৬১ নারী কর্মীদের মাঝে তাদের অর্জিত সঞ্চয়ের টাকার চেক ও সনদ প্রদান করা হয়েছে।
উপজেলা এলজিইডি অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এলজিইডির মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম রাকিব’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ আতিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী, এলজিইডি বরিশাল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মশিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপ- সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, সাংবাদিক মোঃ আবুল কালাম, সাংবাদিক জাহিদুল বারী খোকন, হাফিজুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে ১৬১ জন দু:স্থ নারী কর্মীদের মাঝে প্রত্যেককে  ১ লাখ ২২ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরন করেন অতিথিবৃন্দ।