যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ২০টি দল অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি তিনটি ধাপে প্রাথমিক কোয়াটার ব্রেক, সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার আহ্বায়ক মোতালেব হোসেন যবিপ্রবি ডিবেট ক্লাবের সমৃদ্ধ ইতিহাস এবং বিভিন্ন সফলতার দিক তুলে ধরেন। তিনি বিতার্কিক, বিচারক এবং স্বেচ্ছাসেবকদের জন্য ইকুইটি ব্রিফের মাধ্যমে টুর্নামেন্টের যাবতীয় নিয়ম-কানুন উপস্থাপন করেন।
উক্ত প্রতিযোগিতায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন বলেন, “বিতার্কিকরা তাদের জ্ঞান ও দক্ষতায় অন্যদের থেকে আলাদা হয়ে থাকে। তারা তথ্যের আলোকে সুন্দরভাবে কথা বলে এবং সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক—সকল প্রেক্ষাপটের জ্ঞানের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে পারে।”
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, “বিতর্ক চর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, যৌক্তিকতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে। আমি ব্যক্তিগতভাবে খেলাধুলার চেয়েও বিতর্ক বেশি পছন্দ করি। নিয়মিত টেলিভিশনে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা দেখি। বিতর্ক কথা বলা এবং নেটওয়ার্কিং দক্ষতায় অসাধারণ উন্নতি করে। আর এই গুণগুলো বিতার্কিকরাই বেশি অর্জন করে।”
এছাড়া বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাব্বির হোসেন, ফার্মেসি বিভাগের মো. আশরাফুল আলম, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক অনুশ্রী বিশ্বাস এবং বায়োমেডিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আবদুল্লাহ।
উল্লেখ্য, আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে বিজয়ী দল এবং সেরা বিতার্কিককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।