‘
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামের দরিদ্র কৃষক আলী মোল্লা। প্রতিদিনের মত সকালে ঘুম উঠে গেলেন গোয়াল ঘরে। গিয়েই দেখলে গোয়ালে নেই দু’টি গাভী আর ঘরের দরজায় লেখা রয়েছে ‘গরু দুটি আমি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’।
বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী দু’টি চুরি হয়ে যাওয়ায় এখন পাগল প্রায় কৃষক আলী মোল্লা। আর এমন ঘটনা ঘটেছে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে। এতে এলাকায় একিদিকে যেমন আতংক অন্যদিকে চাঞ্চল্যের ষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্থ আলী মোল্লা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়াল ঘরে থাকা গাভী দু’টি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ ৪ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাটবাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভী দু’টি পেলাম না।
তিনি আরো বলেন, এই গাভী দু’টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এর মধ্যে একটি গাভী গাভীন ছিল। আর কয়েকদিন পরই গাভীটি বাচ্চা দিতো। গাভী দু’টি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এলাকার চুরির প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। #