• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

report71
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ১৫:৪৫ অপরাহ্ণ

তারিখঃ ২২ নভেম্বর ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। আগামীকাল শনিবার (২৩ নভেম্বর) গলাচিপায় সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ সেবা দেয়া হবে। গলাচিপা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম জসীম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধন করবেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ এস এম কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক হারুনুর রশিদ খান। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শনিবার ১ দিনের জন্য গাইনি, নাক-কান-গলা, মা ও শিশু, মেডিসিন বিশেষজ্ঞ ১০ জন চিকিৎসক থাকবেন। এ সময় ৫ শত রোগিকে চিকিৎসা দেয়া হবে এ তথ্য নিশ্চিত করছেন এ ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক মো. আমির হোসেন সোহাগ।