স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছে গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য এম এইচ খান মঞ্জু।
আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে জেলা শহরের লঞ্চঘাট এলাকার বিএনপি অফিস চত্ত্বর থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর নেতৃত্বে জেলা শহরের লঞ্চঘাট, চৌরঙ্গ, কাপড় পট্টি, বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এসময় গোপালগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্লা, সাবেক জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এস এম সুমন, বিএনপি নেতা ঝান্টু খান, মেহেদী হাসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাথে ছিলেন।
এসময় এম এইচ খান মঞ্জু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামী দিনে যদি আল্লাহ ক্ষমতায় বসায় তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন। আমাদের জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে আর কেউ কখনো কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশে গণতান্ত্রিক সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে সাধারন মানুষের অধিকার নিশ্চিত করা হবে। #