• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় অজ্ঞাত পথচারী নিহত

report71
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বনফুল পরিবহন থেকে নেমে মহাসড়ক পাড় হচ্ছিলেন। এসময় দ্রুতগামী এতটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে এমন সংবাদে ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে এখন পযর্ন্ত নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, মরদেহের মায়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করা গেলে মরদেহ হস্তান্তর করা হবে। #