আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ সাংবাদিক সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শার্শা উপজেলা শাখা।স্থান নাভারণ দারুল আমান ট্রাস্ট।
দেশ ও জাতির দর্পণ সম্মানিত সাংবাদিক বন্ধু গণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আল্লাহর অপার অনুগ্রহে ষড়যন্ত্র ও নিষ্ঠুর নির্যাতনের ১৭ বছর পর জাতি ২য় স্বাধীনতার মুখ দেখেছে।
ছাত্র জনতার অসীম ত্যাগ ও শ্রেণী পেশা নির্বিশেষে আপামর জনগণের করুন আকুতির ফলেই মহান আল্লাহর এই সাহায্য।
শহীদ আব্দুল্লাহ সহ ২৪১ শহীদের জন্য শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা ও আহতদের পূর্ণ সুস্থতা কামনা করছি। তাদের পরিবারের জন্য দুনিয়া ও আখেরাতের উচ্চ সম্মান ও প্রতিদান প্রত্যাশা করছি।
জাতীয় জীবনের এই সন্ধিক্ষণে আপনাদের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপোষহীনতার কারণে জামায়াত নেতা কর্মীদের উপর আওয়ামীলীগ পুরা ১৫ বছরই নিষ্ঠুর ও নিকৃষ্ট রাষ্ট্রীয় অত্যাচার চালিয়েছে। আপনারাও ছিলেন রুদ্ধ, বঞ্চিত ও নিপীড়িত। বঞ্চনা, বৈষম্য, দুর্নীতি,দারিদ্র্য, দখল,গুম, খুন, ও নারী নির্যাতনের কারণে পুরা দেশ ও জাতি ছিলো স্তদ্ধ।
আলহামদুলিল্লাহ। আজ আমরা সবাই মুক্ত।
তাই আমাদের সকলেরই দায়িত্ব আজ অনেক। কারণ, দূর্নীতি, দুরবস্থা দ্রব্য মূল্যের উর্ধ্বগতি পুলিশ ও প্রশাসনের স্থবিরতা, বৈদেশিক ঋনের চাপ দেশ ও জাতিকে নুয্য করে দিয়েছে। আজ প্রয়োজন জাতীয় ঐক্য ও ঐক্যবদ্ধতার চেষ্টা।
অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার দেশকে আইন শৃঙ্খলা ও শান্তির পথে আগানোর চেষ্টা করছেন।শার্শা উপজেলা প্রশাসনেরও নিরন্তর চেষ্টা দেখা যাচ্ছে। আমরা তাঁদেরকে সাধুবাদ জানাই। তবে সকল রাজনৈতিক নেতা কর্মীদের চেষ্টা ও সহায়তা ছাড়া বাঞ্ছিত অগ্রগতি সম্ভব নয়। এক্ষেত্রে আপনাদের ভূমিকাই সবচেয়ে মূল্যবান।
ছাত্র জনতার দাবী- “সমাজ ও রাষ্ট্রে সুবিচার প্রতিষ্ঠা”ই জামায়াতের লক্ষ্য। দেশপ্রেম,মানবতা,সৎ নেতৃত্ব,গণতন্ত্র ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি করেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি। বিশেষ করে সত্য ন্যায়ের পথে প্রিয় তরুনদের সার্বিক সহায়তা দিয়ে দেশকে আগিয়ে নিতে পারি।
আমাদের কর্মধারা , কর্মসূচি ও সামগ্রিক কর্ম কাণ্ডের উপর আপনাদের মূল্যবান সমালোচনা ও পরামর্শ আমাদের কাম্য । ঐক্য, ঐকান্তিকতা, সততা ও সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতাই আজ সর্বাধিক প্রয়োজন। দলমত ও ধর্ম বর্ণ ও শ্রেনী নির্বিশেষে সকল নাগরিকের কাছে এটাই আমাদের আহ্বান।