হেলাল আহমদ বালাগঞ্জ প্রতি নিধি ::
বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগ গত ১৫ই ,নভেম্বর ২০২৪ ইংরেজী, রবিবার,আস্হায়ী কয্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন খেলাফত মজলিসের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হোন- সভাপতি মাওলানা আব্দুল আলীম,
সেক্রেটারি- সাধারণ সম্পাদক মাও:সালেহ আহমদ
নব-নির্বাচিত সভাপতি, জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও মনোনীত সেক্রেটারি-মাও:সালেহ আহমদএর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিলেট জেলার সহ সভাপতি মাওলানা সৈয়দ আলী আছগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ দুনা মিয়া,জালাল মিয়া,জয়নুন্দীন, সহ সাধারণ সম্পাদক ছালা উদ্দীন,সাংগঠনিক সম্পাদক মাষ্টার সালমান আহমদ, প্রচার সম্পাদক ছাদিক আহমদ, অথ সম্পাদক মা:খাইরুল ইসলাম খেলাফত মজলিসের প্রাক্তন দায়িত্বশীল।