মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে বদরপুর ইউনিয়নে দেবরচর ৩নং ওয়াড সংলগ্ন তেতুলিয়া নদীর হাজির হাট চড়ের খালের মাথায় অজ্ঞাতনামা একটি মেয়ের লাশ উদ্ধার করেছে হাকিমুদ্দিন নৌ পুলিশের একটি টিম।
১৯ নভেম্বর হাকিমুদ্দিন নৌ পুলিশের ওসি মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে তেতুলিয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ধারনা করা হচ্ছে মৃত দেহের বয়স অনুমান ১২-১৩ বছর হবে।
এ বিষয়ে জানতে চাইলে হাকিমুদ্দিন নৌ পুলিশের ওসি মোহাম্মদ মোশারফ হোসেন বলেন,লালমোহনে তেতুলিয়া নদীতে অজ্ঞাত একটি মৃতদেহ পাওয়া গেছে,একটি কাপড়ের টলিব্যাগের ভিতরে ভাসমান অবস্থায় নদীতে পাইয়া সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয় ,এ ব্যাপারে লালমোহন থানা হত্যা মামলা হয়েছে, এর কোন সন্ধান পাওয়া গেলে মির্জা কালু নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।