• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারকালে বেকু ও ট্রলার আটক।

report71
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ঢাকায় পাচারকালে বেকু ও ট্রলার আটক।

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :-

মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চরগোপালপুর ইউনিয়নের মধ্যবর্তী আমিরগঞ্জ বাজার সংলগ্ন বগির চর এলাকায় (শুক্রবার) গভীর রাতে নদীর তীরবর্তী ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে ঢাকার ইট ভাটায় পাচারের অপরাধে জেলা প্রশাসনের নির্দেশে অভিযান চালিয়ে ১টি বেকু ও একটি ট্রলার আটক করা হয়েছে।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি এইচএম মশিউর রহমানের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে জানান, আটককৃত বেকু ও ট্রলারটি বর্তমানে শ্রীপুর ঘাটে বাধাঁ আছে। মেহেন্দিগঞ্জ থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) মোঃ মতিউর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, গতরাতে এসিল্যান্ড স্যার আমাকে বিষয়টি অবহিত করেছে। দায়ীদের বিরুদ্ধে ভূমি ব্যবস্থা আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সোহাগ গাজী ও মিজান গাজীর নেতৃত্বে একটি সিন্ডিকেট এই মাটি পাচার চক্রের মূল হোতা। দ্রুত সময়ের মধ্যে এদেরকে আইনের আওতায় আনার দাবী এলাকাবাসীর।

উল্লেখ্য, গত ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর পরই মেহেন্দিগঞ্জের নদী, নালা, খাল, বিলে একটি শক্তিশালী সিন্ডিকেট অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে ফ্রি স্টাইলে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। তার সাথে যোগ হয়েছে নদীর তীরবর্তী ফসলি জমি থেকে বেকু দিয়ে মাটি কেটে ঢাকার ইট ভাটায় পাচার চক্র।

মেহেন্দিগঞ্জবাসী এই বালু ও মাটি খেকোদের কবল থেকে বাঁচার জন্য দ্রুত জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।