• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা জেলা স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

report71
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ণ
খুলনা জেলা স্টেডিয়ামের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে খুবির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের কার্যালয়স্থ অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।

লিখিত বক্তব্যে সাজ্জাদুল ইসলাম বলেন, শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে চলমান আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার একটি ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী খুবির শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং গায়ে হাত তোলে। এই ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন, যা এখনও গুরুতর। হামলাকারীরা নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ওই সময় তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সাথেও অসৌজন্যমূলক আচরণ করে।

তিনি আরও জানান, ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোনে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে অবমাননাকর মন্তব্য ছড়ায়।

সাজ্জাদুল ইসলাম অভিযোগ করেন, “নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা আমাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার উদ্দেশ্যে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা খুলনা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য আমাদেরকে টার্গেট করেছে। এমনকি শনিবার রাতে তেঁতুলতলা মোড়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যদি কোনো ধরনের খারাপ আচরণ বা হুমকি দেওয়া হয়, তবে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। যারা এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের রাতুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হা সান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান এবং রাহুল কুমার সরকার।