• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় মহান বিজয় দিবস ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

report71
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ণ
গলাচিপায় মহান বিজয় দিবস ও মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
আগামি ১৪’ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬’ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ ভাবে পালন এবং মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০ টায় উপজেলা দরবার হলে সরকারি কার্মকর্তা জনপ্রতিনিধি, বিএনপি, জামায়েত ইসলাম, গণঅধিকার পরিষদ, বৈষাম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, ইসলামি শাসনতন্ত্র, সরকারি – বেসরকারিকরণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম প্রতিনিধি সহ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের সমন্বয়ে সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন অফিসার্স ইনচার্জ ( ওসি) মোঃ আশাদুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ ছত্তার হাওলাদার, গলাচিপা উপজেলা স্বাস্থ্য প.প কার্মকর্তার প্রতিনিধি ডাঃ আল- আমিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা আমীর ডাঃ মোঃ জাকির হোসেন, পটুয়াখালী জেলার যুব-অধিকার পরিষদের সহ- সভাপতি মোঃ মহিবুল্লাহ্ এনিম, ইসলামি শাসনতন্ত্র ( চরমৌনাই) উপজেলা সভাপতি, মাওলানা আবু বক্কর সিদ্দক প্রমূখ।
সভায় বিভিন্ন প্রতিনিধি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা সহ উপজেলা পর্যায়ে বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস ২০২৪ যথাযথ মর্যাদায় পালন করার লক্ষে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়।
এছাড়া আইনশৃঙ্খলা সভায় উপজেলার বিভিন্ন অপরাধ মাদক, খাদ্যপন্যের সিন্ডিকেট, বাজার মনিটরিং সহ পরিবেশ সূরক্ষা, দূর্নীতি রোধ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও গলাচিপা থানা অফিসার্স ইনচার্জ সহ সার্বিক বিষয় গুলোর উপর সিদ্ধান্ত নেয়া হবে এবং সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হাসান মিল্টন, সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদ, শিশু সুরক্ষা কর্মকর্তা পঙ্কজ গাঙ্গুলী সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা।