• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক-৩

report71
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক-৩

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ৩ জনকে আটক করে পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আবুল কালাম আজাদ জানান, বিকেলে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবীতে কোটালীপাড়ার হিন্দু অধ্যুষিত এলাকা ভাঙ্গারহাট বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলে বাঁধা দিলে বিক্ষাভকারীদের সাথে ধাওয়া-পালাটা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ৩ জন বিক্ষোভকারীকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, এ ঘটনায় ৩জনকে আটক করার প্রতিবাদে আরো বিক্ষুব্ধ লোকজন জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে বিক্ষোভ চলছে। #