স্টাফ রিপোর্টার
ক্ষমতায়ন এবং সমতা: মৎস্যশিল্পে নারীদের জীবন পরিবর্তন করা এমন একটি প্রকল্পের সূচনা সভা বরিশালে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ও সেইন্ট-বাংলাদেশ’র বাস্তবায়নে এই প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব উল্লাহ মজুমদার।
সেইন্ট-বাংলাদেশ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আহসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেএস মহিউদ্দিন মানিক(বীরপ্রতীক) ও সনাক সভাপতি প্রফেসর শাহ শাজেদা।
এছাড়া সভায় উপজেলা শিক্ষা, উপজেলা নির্বাচন, উপজেলা যুব উন্নয়নসহ র্উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সিভিল সোসাইটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রকল্প সমন্বয়ক এস.এম. সিরাজুল ইসলাম। প্রকল্পটি বরিশাল সদর উপজেলার নারী জেলেদের বিষেশ করে মানতা নারীদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, নিরাপদ কর্ম স্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে।