• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে রেস্টুরেন্ট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

report71
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ১৪:৫৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে রেস্টুরেন্ট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার “পিঠা গার্ডেন” নামের একটি রেস্টুরেন্ট থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে পরিবারের অভিযোগ ফেরদৌস শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকার পিঠা গার্ডেন নামের ওই রেস্টুরেন্টের একটি রুম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফেরদৌস শেখের বাড়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া এলাকায়।
ওসি মির সাজেদুর রহমান জানান, গতকাল মঙ্গলবার কোন এক নারীকে নিয়ে ফেরদৌস শেখ ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকার “পিঠা গার্ডেন” নামের একটি রেস্টুরেন্ট আসে। পরে ফেরদৌস ওই নারীকে নিয়ে রেস্টুরেন্টের একটি রুমে রাত্রীযাপন করেন।
পরে আজ বুধবার রাতে তাদের রুম ছাড়ার কথা থাকলেও তাদের কোন খোঁজ না পেয়ে রেস্টুরেন্টের লোকজন খোঁজ নিতে গিয়ে ফেরদাউসকে মৃত অবস্থায় রুমের মধ্যে পড়ে থাকতে দেখে। এর আগে ওই নারী পালিয়ে যায় বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। পরে পুলিশ খবর পয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্টি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
মৃতের ভাই মিজানুর রহমান মিজু অভিযোগ করে বলেন, তার ভাই ফেরদৌস শেখকে পরিকল্পিতভাবে হত্যা করা হযেছে।
উল্লেখ্য, ওই রেস্টুরেন্টে খাবার হোটেলের আড়ালে রুম ভাড়া দিয়ে অবৈধ নারী ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। #