• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

report71
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাকে মারধর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

স্টাফ রিপোর্টার, প্রতিনিধি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (বশেমুরবিপ্রবি) নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামকে আওয়ামী লীগের দালাল উল্লেখ করে মারধর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, বশেমুরবিপ্রবির নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলন চলাকালীন সময়ে ফেসবুকে আন্দোলন বিরোধী নানা পোস্ট দেয়ার অভিযোগ আনা হয়েছে। তাছাড়া গত ২৪ অক্টোবর দালাল উল্লেখ করে তার রুমের তালা ভেঙ্গে দরজা উন্মুক্ত করে দেয় শিক্ষার্থীরা।
এই ঘটনার পর থেকে ওই নিরাপত্তা কর্মকর্তা কাজ থেকে ছুটি নিয়ে বাইরে ছিলেন। এছাড়া তাকে ঢাকায় একটি হত্যা মামলায়ও আসামী করা হয়েছিল বলে জানা যায়।
সে মামলা থেকে নাম কাটাতে পেরে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কাজে যোগদান করেন। খবরটি চাউর হয়ে গেলে তাকে শিক্ষার্থীরা মারধর করে এবং এক পর্যায়ে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। #