সঞ্জিব দাস গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে যুব অধিকার পরিষদের সাইফুল ইসলাম রুম্মান, সভাপতি এবং আব্দুর রহমান, সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ৫৮ সদস্যের জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মোঃ রিয়াজুর রহমানকে আহ্বায়ক এবং মোঃ আল-আমিন হোসেন সুমনকে সদস্য সচিব করে এই ৫৮ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়। যুগ্ম-আহ্বায়ক মাসুম হাওলাদার এবং সিনিঃ যুগ্ন-আহবায়ক মোঃ আব্বাস খান, মোঃ সাজ্জাদ হোসেন সাজু, মোঃ নুরুন্নবী, মোঃ মিজান আকন, মোঃ জুয়েল তালুকদার , মোঃ মনির হোসেন, মোঃ ইকবাল হোসেন, মোঃ আতিক, মোঃ মেহেদী হাসান, মোঃ আব্দুর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস গাজী, তুহিন আকন, মোসাঃ আফরোজা আইরিন, নাঈম ফকির ৷
যুগ্ম-সদস্য সচিব আশিকুর রহমান আশিক এবং সিনিঃ যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, জহিরুল ইসলাম, রিয়াজ খান, মানিক গাজী, জলিলুর রহমান সোহেল, কামরুজ্জামান রিপন, হেলাল আহমেদ রিপন, নাসির উদ্দিন, আরাফাত তালুকদার ও সাকুর মাহমুদ সহ ১৯ জনকে সিনিঃযুগ্ন সদস্য সচিব করা হয়৷ কার্যকরী সদস্য করা হয়েছে মোঃ কওসার,জুবায়ের, রুবেল, বাইজিদ সিকদার ও আসাদুল ইসলাম সহ ২৩জনকে কার্যকরী সদস্য করা হয় ৷
তারা বলেন, তরুণ-যুবরাই সমাজের অগ্রভাগে থাকে। দেশে আজ গণতন্ত্র ও বাক-স্বাধীনতা বন্দি হয়ে আছে। দেশকে এই সংস্কার, সংকট থেকে বের করে আনা এবং সঠিক পথে পরিচালিত করার যে লড়াই সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে পারে দেশের তরুণ-যুবসমাজ। এ জন্য প্রয়োজন একটা সংগঠিত তরুণ-যুবসমাজ। আর তাদের ঐক্যবদ্ধ করার জন্য দরকার সময় উপযোগী একটা রাজনৈতিক যুব সংগঠন। সেই প্রয়োজনের উপলব্ধি থেকেই আমরা কয়েকজন বাংলাদেশ যুব অধিকার পরিষদ গঠনের উদ্যোগ নিই। যাতে আগামী প্রজন্ম সুন্দরভাবে এ পৃথিবীতে বেঁচে থাকতে পারে।