সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং ইউএসএআইডি’র কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড হেলথ অ্যাক্টিভিটি (সিএনএইচএ) এর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন প্রমুখ। সভায় গর্ভবতী মা ও শিশুর পুষ্টি বৃদ্ধি, শিশুর লেখাপড়ায় অমনোযোগীসহ জনমনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিষদ আলোচনা করা হয়।