বরিশাল
বরিশাল নকল বীজসহ একজনকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। অভিযাগ সূত্রে জানা গেছে, নগরীর লাইন রোডে মেসার্স কামাল বীজ ভান্ডারে দীর্ঘ দিন ধরে নকল বীজ বিক্রি করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফোর্স ও লালতীর সীড লিমিটেড বরিশাল টিম অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স কামাল বীজ ভান্ডারের মালিক কামাল তালুকদারকে লালতীর সীড লিমিটেড এর করলা জাতের নকল টিয়া করলার বীজ পাওয়া যায় এবং তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হেফাজতে নেয়। এসময় উপস্থিত ছিলেন লালতীরের রিজিওনাল ম্যানেজার এস.এম.হাসান, পটুয়াখালী রিজওনাল ম্যানেজার মোঃ তোফাজ্জেল হোসেন বাদল, পিডিএস অফিসার মোঃ রানা হাওলাদার ও অহিদুল ইসলাম। এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নকল বীজ বিক্রির জন্য এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।