যবিপ্রবি প্রতিনিধি:
কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানসহ নানা আনুষ্ঠানিকতায় প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ। এর মাধ্যমে বিভাগটির একাডেমিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
বুধবার দুপুরে যবিপ্রবিতে বিভাগটির নিজস্ব শ্রেণিকক্ষে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।
নবীন বরণ অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন, গবেষণায় যবিপ্রবি যে উন্নতির দিকে বেগবান, তোমরা এটিকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আশা করি। নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং ও হয়রানির বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। যদি তোমরা এর সম্মুখীন হও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তোমাদের জীবন প্রাণবন্ত হোক। এই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে তোমার ইতিহাসের অংশ হতে যাচ্ছো। তোমাদের সমস্যাগুলো আমরা যত্নের সাথে নিরসন করতে চেষ্টা করবো।
বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান ড. ফারজানা সুলতানা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক, বিএমবি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী তানভি আক্তার তমা প্রমুখ। নবীন বরণ পরিচালনা করেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী নিশাত চাঁদনী লিজা।