• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে র নেশনের যাত্রা শুরু

report71
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪, ১৫:০১ অপরাহ্ণ
বরিশালে র নেশনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘র’ নেশন বরিশালে তাদের আউটলেট ওপেন করেছে। নগরীর বগুরা রোড-এ ১০ম আউটলেট উদ্বোধন করা হয়। এই নতুন সম্প্রসারণটির মাধ্যমে র নেশন আবারও ফ্যাশন শিল্পে তার উপস্থিতি বাড়ানো এবং গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে সকলের প্রতি প্রতিশ্রুতির কথা বিবেচনা করে ব্র্যান্ডটির বৈচিত্র্যময় পোষাকের সমারোহ নিয়ে হাজির হয়েছে। উদ্বোধন ঘোষনা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মারুফা ইসলাম এবং ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার আহমেদ।
র নেশন এর নতুন এই আউটলেটে পাওয়া যাবে নারী ও পুরুষের বিভিন্ন ধরনের পোশাক, যেমন – ক্যাজুয়াল, ফরমাল, এবং ট্রাডিশনাল ওয়্যার। র’ নেশন বাংলাদেশ এর নিজস্ব সংস্কৃতির ও আধুনিক আন্তর্জাতিক সংস্কৃতির মিশেলে সকল গুনগত মান সম্পন্ন ফ্যাশন এবং লাইফস্টাইল পণ্যের সরবরাহ ধরে রেখেছে ।
র’ নেশন হল বাংলাদেশের ফ্যাশন শিল্পের সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড যা সবময় যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের ফ্যাশন চাহিদা পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ । একটি ফ্যাশন ব্র্যান্ড হিসাবে র’ নেশন সংগ্রহের বৈচিত্রের জন্য বিখ্যাত। ব্র্যান্ডটি পুরুষ ও নারীদের জন্য ফ্যাশনেবল পোশাক এবং আনুষাঙ্গিক পণ্য তৈরি করেছে যা তাদের ভিন্ন ধারার ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্টের সাথে নিজেকে সমন্বয় করে যুগের সাথে তাল মিলিয়ে দেশিয় ফ্যাশন আঙ্গিনায় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।