• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পূর্ব শক্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন টেটাবিদ্ধসহ আহত- ২০

report71
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে পূর্ব শক্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন টেটাবিদ্ধসহ আহত- ২০

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পূর্ব শক্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২জন টেটাবিদ্ধসহ অন্ততঃ ২০ জন আহত হয়েছে।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সাথে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে পূর্ব শত্রুতা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে ২জন টেটাবিদ্ধসহ অন্ততঃ ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারাত্মক আহত টেঁটাবিদ্ধ সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ ও নয়ন শেখসহ ৪ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। #