• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে মাহফিজুর ও আসিফ

report71
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
যবিপ্রবি টেক্সটাইল ক্লাবের নেতৃত্বে মাহফিজুর ও আসিফ

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ক্লাবের ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মাহফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আসিফ ইসলাম নির্বাচিত হয়েছেন।

গত ২০ নভেম্বর (বুধবার) টেক্সটাইল বিভাগের কক্ষে শিক্ষকদের তত্ত্বাবধানে সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে বিভাগের চেয়ারম্যান মো. তানভীর হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনী কার্যক্রমে বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মিঠুন,সহ-সাধারণ সম্পাদক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গাজী ও মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমন শাহরিয়ার,কোষাধ্যক্ষ তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাজিদ হাসান তুহিন, সহকারী কোষাধ্যক্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আবু সায়েম প্রচার সম্পাদক দ্বিতীয় বর্ষের মো:ইফতেখার ও আব্দুল্লাহ আল নুমান এবং কার্যনির্বাহী সদস্য দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো.আব্দুল আল নোমান ভূঁইয়া এবং রিতু পান্না রায় নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মো. মাহফিজুর রহমান নির্বাচনের পর এক প্রতিক্রিয়ায় বলেন, “টেক্সটাইল ক্লাবের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতেও ক্লাবের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে একসঙ্গে কাজ করব। ক্লাব শুধু একটি সংগঠন হয়ে থাকবে না; এটি হবে নেতৃত্ব ও শিক্ষার একটি আদর্শিক প্ল্যাটফর্ম। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ক্লাবের কার্যক্রম স্বচ্ছ, সুশৃঙ্খল ও সফলভাবে পরিচালনায় সর্বোচ্চ চেষ্টা করব।”