• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই:মাফরোজা সুলতানা

report71
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৪, ১৫:০৩ অপরাহ্ণ
যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নেই:মাফরোজা সুলতানা

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব’দৈহিক ও মানসিক সুস্থতা এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ভোলা ২ আসনের সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সহধর্মীনি ও উপজেলা বিএনপির আহবায়ক মাফরোজা সুলতানা।
বোরহানউদ্দিন টাইটানস স্পোর্টিংস ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
২৭ নভেম্বর বুধবার বিকা‌লে ভোলার বোরহানউ‌দ্দিনে বোরহানউদ্দিন সরকারী উচ্চ বিদ‌্যালয় মাঠে খেলা উপভোগ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও টুর্নামেন্ট আয়োজক সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে মাফরোজা সুলতানা বলেন,একজন সচেতন নাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।
শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না।
তিনি আরো বলেন,খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে,তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এ উপজেলায় যুবকদেরকে একত্রিত করে তাদেরকে খেলাধুলায় উজ্জীবিত করার জন্য যা করনীয় তাই করব।
ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন বোরহানউদ্দিন টাইগার্স বনাম বোরহানউদ্দিন কিংস। নির্ধারিত সময়ে খেলা গোলশুন্য থাকায় ম্যাচের ভাগ্য গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে বোরহানউদ্দিন টাইগার্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হন বোরহানউদ্দিন কিংস।
এসময় আয়োজোক কমিটির পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, উপজেলা বিএনপির প্রথম নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন,যুগ্ন আহবায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী,সহিদুল আলম নাসিম কাজী,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন,বোরহানউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সবুজ সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ,ব্যবসায়ী,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।