• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকার ২ বছর থাকবে তারপর পর নির্বাচন : ভিপি নুর

report71
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকার ২ বছর থাকবে তারপর পর নির্বাচন : ভিপি নুর

সঞ্জিব দাস গলাচিপা পটুয়াখালী প্রতিনিধি
অন্তর্বর্তী সরকার দু’বছর থাকবে তারপর পর নির্বাচন মন্তব্য করে ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। অন্তর্বর্তী সরকারকে বলেছি, অন্তত দু’বছর থেকে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরো বক্তব্য দেন শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্যসচিব আমীর হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন মেজর মুহিত, থানা অফিসার ইনচার্জ মো: আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়েতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।