• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ‘বানৌজা বিশখালী’র কমিশনিং অনুষ্ঠিত ‘বানৌজা বিশখালী’ নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক-নৌ প্রধান নাজমুল হাসান

report71
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১২:০৬ অপরাহ্ণ
খুলনায় ‘বানৌজা বিশখালী’র কমিশনিং অনুষ্ঠিত ‘বানৌজা বিশখালী’ নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক-নৌ প্রধান নাজমুল হাসান

খুলনা প্রতিনিধি:

বাংলাদেশ নৌবাহিনী ‘জাহাজ বিশখালী’ এর কমিশনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খুলনাস্থ বানৌজা তিতুমীরে এ কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

এসময় তিনি জাহাজটির অধিনায়কের নিকট কমিশনিং ফরমান তুলে দেন এবং অনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।

বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন নৌবাহিনী প্রধান।

তিনি বলেন, নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ ‘বানৌজা বিশখালী’ নৌবাহিনীর সক্ষমতার আর একটি মাইল ফলক। নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের ন্যায় এজাহাজটি দেশের নদী ও সমুদ্রসীমার চোরাচালন প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান, মাদকদ্রব্যসহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধকরণ, উদ্ধার অভিযান পরিচালনা করাসহ অপারেশনাল কর্মকান্ডে নিয়োজিত থেকে দেশ সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ, বীর মুক্তিযোদ্ধা, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।