• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে  জুলাই বিপ্লবে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

report71
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ১২:৫৩ অপরাহ্ণ
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে  জুলাই বিপ্লবে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনায় ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভাস্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোঃ শফিউল আলম। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহীম খলিল এবং বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শহিদুল ইসলাম।

স্মরণসভায় জুলাই বিপ্লবে আহত আন্দোলনকারীরা বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন শহিদ পরিবারের সদস্যরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের উর্ধ্বতন নেতৃবৃন্দও এ স্মরণসভায় বক্তব্য রাখেন। সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন এবং আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণের ভয়াবহতার কথা তুলে ধরে আহতদের চিকিৎসায় ও নিহতদের পরিবারে রাষ্ট্রীয় সহযোগিতার দাবি জানান।

স্মরণসভায় জুলাই বিপ্লবে নিহত বরগুনার ১০ শহিদ পরিবারে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। এছাড়া স্মরণসভায় অংশ নিতে আহতদের যাতায়াত ভাতা বাবদ এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।