• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যবিপ্রবিতে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

report71
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ণ
যবিপ্রবিতে আইনজীবী আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ জানাজা নামাজ আদায় করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রূহের মাগফিরাত কামনা করে শিক্ষার্থীরা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে একটি গোষ্ঠী । তারা সংখ্যালঘুর ট্যাগ নিয়েই সংখ্যাগুরু হত্যা করে যাচ্ছে। কেউ তাদের কিছু বলতে না পারলেও তারা তাদের জাত চেনাচ্ছে। এই দেশে তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েই যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, চট্টগ্রামে বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইসকন সমর্থকদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নিহত হন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে কর্মরত ছিলেন।