হেলাল আহমদ বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সম্প্রতি সারাদেশব্যাপী নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০১ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, সাধারণ সম্পাদক মাওলানা মীম হোসাইন, আঞ্জুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. লুৎফুর রহমান সিরাজী, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল জব্বার চৌধুরী, জাতীয় ইমাম সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি নোমান আহমদ কাওসার, ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন বালাগঞ্জ উপজেলা এম.সি মো. আছাব আলী, বালাগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম মো. কামরুল ইসলাম, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী প্রমুখ।