• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে এসিল্যান্ডের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল,৭২ ঘণ্টার আল্টিমেটাম

report71
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে এসিল্যান্ডের অপসারণের দাবীতে বিক্ষোভ মিছিল,৭২ ঘণ্টার আল্টিমেটাম

ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌরসভার শত শত মানুষ।
২ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় বোরহানউদ্দিন পৌরশহরের পশ্চিম বাজারে শত শত জনগন উপস্থিত হয়ে মিছিল শুরু করে উপজেলা নির্বাহী কার্যালয়,উপজেলা সড়ক,থানার মোড় প্রদক্ষিণ করে
উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে এসিল্যান্ড এর কার্যালয়ের সামনে তার পদত্যাগের দাবীতে অবস্থান নিয়ে উত্তেজিত জনতা বিক্ষোভ করা শুরু করে। দুর্নীতি,নামজারি অনিয়ম,ঘুষ সহ বিভিন্ন অনিয়মে অভিযুক্ত করে বিক্ষোভ করেন জনগণ,বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সকাল ১০ টায় শুরু হয়ে বেলা বারোটা পর্যন্ত চলে এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্ত সহকারী কমিশনার মো. মেহেদী হাসান কে বোরহানউদ্দিন থেকে অপসারণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আহ্বান জানান ও ৭২ ঘন্টার মধ্য তাকে অপসারণ না করলে এই উপজেলার সর্বস্তরের জনগন একত্রিত হয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি ) মো. মেহেদী হাসান বলেন,অনিয়মে বাধা দেওয়ার কারণে একটি স্বার্থানেশ্বী মহল আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে অপসারণ দাবী করেছে,আমার বিরুদ্ধে তারা যে অভিযোগ করেছে বিষয়টি সত্য নয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রায়হান-উজ্জামান জানান, যে অভিযোগগুলো এসেছে তা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, বিভাগীয় তদন্ত হবে তদন্তে অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজাদ জাহান বলেন,বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।