• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্ধোধন

report71
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্ধোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে। এ বছর জেলায় আমন ধান ৯০৬ মেট্রিক টন ও সিদ্ধ চাল ৩ হাজার ২২৪ মেট্রিক টন এবং আতপ চাল ৮৭ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা খাদ্য গুদামে ফিতা কেটে এ ধান-চাল সংগ্রহের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় জেলা খাদ্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহসিন উদ্দিনসহ জেলা খাদ্য গুদামের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ বছর জেলায় আমন ধান ৯০৬ মেট্রিক টন, সিদ্ধ চাল ৩ হাজার ২২৪ মেট্রিক টন ও আতপ চাল ৮৭ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্র অর্জন করা সম্ভব হবে বলে মনে করনে কর্মকর্তারা।
¬¬
জেলা খাদ্য কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, এ বছর জেলায় আমন ধান ৯০৬ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকে ২৪৪ মেট্রিক টন, কাশিয়ানী উপজেলা থেকে ২৪০ মেট্রিক টন, কোটালীপাড়া উপজেলা থেকে ১২২ মেট্রিক টন, মুকসুদপুর উপজেলা থেকে ২১১ মেট্রিক টন ও টুঙ্গিপাড়া উপজেলা থেকে ৮৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

তিনি আরো বলেন, জেলায় সিদ্ধ চাল ৩ হাজার ২২৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্র ধরা হয়েছে। এর মধ্যে সদর উপজেলা থেকে ৫৬৪ মেট্রিক টন, মুকসুদপুর উপজেলা থেকে ১ হাজার ৭৯৩ মেট্রিক টন, টুঙ্গিপাড়া উপজেলা থেকে ৫০৯ মেট্রিক টন, কোটালীপাড়া উপজেলা থেকে ২৭২ মেট্রিক টন ও কাশিয়ানী উপজেলা থেকে ৮৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। এছাড়া জেলায় আতপ চাল ৮৭ মেট্রিক টন সংগ্রহ করা হবে। #