স্টাফ রিপোর্টার:
প্রথম বারের মতো গনতান্ত্রিক পদ্ধতিতে বরগুনার বামনা উপজেলা সদরের বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দলিল লেখক সমিতির সভাপতি ও প্যানল চেয়ারম্যন আ. জলিল খান সভাপতি ও বামনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ি যুবদল নেতা রায়হান নাজির ধলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। আজ মঙ্গলবার(৩ ডিসেম্বর) বিকাল ৩টায় বামনা উপজেলা পরিষদ সভা কক্ষে বাজার বনিক সমিতির নবনির্বাচিত ১৭ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলাম বামনা উপজেলা সেক্রেটারী সাইফুল্লাহ মনসুর, বামনা থানার অফিসার ইন চার্জ হারুন অর রশিদ হাওলাদার, বনিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি আবুল হোসেন সিকদার। বাজার বণিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাহমুল হাসিব, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নির্ঝর কান্তি বিশ্বাস ননী ও কৃষ্ণ কান্ত কর্মকার। এসময় বক্তব্য দেন নবনির্বাচিত সদস্যবৃন্দ ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে গত ৩০ নভেম্বর শনিবার ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রথমবারের মতো গনতান্ত্রিক প্রক্রিয়ায় বামনা সদর বাজার বনিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন পদে মোট ১৭ জন ব্যবসায়ি নির্বাচিত হয়েছে।