• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসকন নিষিদ্ধের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

report71
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ণ
ইসকন নিষিদ্ধের দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : উগ্রবাদী জঙ্গী সংগঠন ইসকন কর্তৃক চট্টগ্রামে মসজিদ ভাংচুর ও আইনজীবী হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধ ও চিন্ময় ব্রহ্মচারীর ফাঁসির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কোটালীপাড়া উপজেলা ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

আজ বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় তারা ইসকন নিষিদ্ধের দাবীত বিভিন্ন ধরনের লেখা প্রদর্শন করে।

এসময় গোপালপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুফতি মাওলানা মাসুদ, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মাওলানা আঃ রাজ্জাক, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মনজুরুল হক, ইমাম পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, খাদেমুল ইসলামের সহসভাপতি মাহামুদ হাসান শামীম, সাফায়েত হোসেন, ডাক বাংলা মসজিদের ইমাম আঃ কুদ্দুস, আনসার উদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় ইসকনকে দিয়ে ধর্মীয় উস্কানি ও আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর করে। ইসকন কোন সংগঠন নয়, এটি জঙ্গি সংগঠন। দ্রুত ইসকন নিষিদ্ধ করে চিন্ময় ব্রহ্মচারীর ফাঁসি দাবী জানান বক্তারা। #