স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বাংলাদেশের পতাকা অবমাননা ও ভারতের ত্রিপুরার আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা বিএনপি অফিস চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড় গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পরে সেখানে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সদস্য সচিব মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেহেদি হাসান বিপ্লব, মুকসুদপুর যুবদলের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান স্বপন, মোঃ আছাদ শিকদার, সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, মুকসুদপুর উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ হাবিবুর রহমান রইন, পৌর যুবদলের আহবায়ক মোঃ সাইফুজ্জামান লিটন, যুগ্ন আহবায়ক সোহান মিয়া, সাবেক পৌর বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মিন্টু বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আঃ ছালাম খান বলেন, সৈরাচারী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাষ্ট্র নায়ক তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে মুকসুদপুরের নেতাকর্মীদের ঐক্যবদ্ব থাকার অনুরোধ জানান তিনি। #