জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দশমিক ১৮ থেকে দশমিক ৭৯ মিটার পর্যন্ত বাড়তে পারে। নিকট ভবিষ্যতে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, ও এর ফলে লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস বেড়ে যাবে। দেশে ২৫ মিলিয়নের অধিক মানুষ জলবায়ু বাস্তচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আগামী বছরগুলোতে তীব্রতর বন্যা, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও খরা বাড়বে যা জনসাধারণের জীবন ও অর্থনৈতিক উন্নয়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। আর এসব কারণে ২০৫০ সালে বাংলাদেশ তার ভূমির ১৭ শতাংশ এবং খাদ্য উৎপাদনের প্রায় ৩০ শতাংশ হারাবে আবাদযোগ্য জমির পরিমান হ্রাস পাওয়ায় গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বাস্তভিটা ত্যাগ করে শহরে এসে বস্তিতে বসবাস করবে। এর ফলে শহরাঞ্চলগুলো বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামের মত অতি ঘনবসতিপূর্ণ শহরগুলোর সংকট আরো তীব্র হবে। বুধবার বরিশালে জলবায়ু বিপদাপন্ন উপকূলীয় জেলে সম্প্রদায় : সরকারি সুরক্ষা সেবায় প্রবেশাধিকার ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার বক্তারা এসব কথা বলেন। ডিসিঘাটে অনুষ্ঠিত সেমিনারের সভাপতিত্ব করেন আইসিডিএ’র সভাপতি আনোয়ার জাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শামীম চৌধুরী, জেলা ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার ও জেলা মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।