• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

report71
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ণ
ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শহরের চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডা. কেএম বাবর, এ্যাভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারন সম্পাদক ফজলুল কবীর দাঁড়া, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টের পর থেকে ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানী দিচ্ছে। আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে মিডিয়ার মাধ্যমে উগ্রবাদ ছাড়াছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। #