• ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রাইভেটকার ডোবায় পড়ে চালক নিহত

report71
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রাইভেটকার ডোবায় পড়ে চালক নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে চালক পলাশ মোল্লা (৩৬) নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর রাত ১টার দিকে কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক ইসমাইল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত পলাশ মোল্লা কাশিয়ানী উপজেলার দক্ষিন ফুকরা গ্রামের সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক ইসমাইল হক জানান, আজ শুক্রবার ভোর রাত ১টার দিকে দক্ষিন ফুকরা এলাকা থেকে আসা একটি প্রাইভেটকার মিল্টন বাজার দিয়ে মহাসড়কে উঠছিলো। এসময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়।

পরে আজ সকালে লোকজন বিষয়টি দেখে দ্রুত প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙ্গে চালককে বের করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। #