• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন ।

report71
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বালাগঞ্জ  উপজেলা শাখা কমিটি গঠন ।

বালাগঞ্জ(সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র বালাগঞ্জ উপজেলা ও শাখার ২০২৪ এর কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় বালাগঞ্জ তাহফিযুল কোরআন একাডেমি কনফারেন্স হলরুমে এ কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।

কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা জ উ ম আব্দুল মুনইম মনজলালী সহ-সভাপতি, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো. শুয়াইবুর রহমান সহ-সভাপতি, সিলেট জেলা শাখা,মাওলানা হারুনুর রশীদ সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা শাখা,

মাওলানা ছাদিকুর রহমান শিবলী সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখা,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী, প্রমুখ।

কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বালাগঞ্জ উপজেলা শাখা কমিটি সদস্যদের নাম ঘোষণা করেন অতিথিরা এতে বালাগঞ্জ উপজেলার আল ইসলাহ সভাপতি হিসেবে নির্বাচিত হন
সভাপতিঃ জনাব, মাও: কাজী লুৎফুর রহমান সিরাজী ও সেক্রেটারীঃ মাও, মোঃ আব্দুল হাকিম।
অন্যান্য দ্বায়িত্বশীলরা হলেন,
সহঃ সভাঃ”, কাজী মঞ্জুর আহমদ
সহঃ মাও, গিয়াস উদ্দিন তালুকদার
মাও, মোস্তফা আহমদ

সহঃশেখ মোঃ আব্দুল করিম মেম্বার,

মাও:, জাহাঙ্গীর আলম

সাংগঠনিক সম্পাদকঃ- হাঃ আবুল কালাম

সহঃ শাহ মোঃ শহিদ আলী- মুজাহিদ
প্রচার সম্পাঃ শেখ মোঃ বদরুল আলম
সহ: হাঃ সাইদুল ইসলাম
মোঃ ময়নুল ইসলাম রিপন

প্রশিক্ষণ সম্পাঃ- মোঃ জাহ উদ্দিন চৌধুরী
সহঃ সাবুল ইসলাম আহমদ

অর্থ সম্পাদকঃ- শরীফ আহমদ

সমাজ কল্যান সম্পাঃ কারী রওশন আহমদ বেগ, হাঃ কামরুল ইসলাম

অফিস সম্পাঃ মোঃ নুরুল ইসলাম দলা মিয়া

পাঠাগার সম্পাঃ মোঃ আব্দুস শহীদ

প্রচার সম্পাঃ- মোঃ মহসিন মেম্বার
সহ! হাঃ সাইদুল ইসলাম

সদস্য, হাফিজ আব্দুল মালিক,নাজিম উদ্দিন মেম্বার ,মাও, সুমন আহমদ নেজামী, মোঃ আব্দুল কাদির লেবু
,মাও, মনজুর আহমদ,মোঃ হার্দিকুর রহমান,মোঃ সাইফুল ইসলাম, শাকিল ইবনে খায়ের।