• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিএফজি সভা ও কমিটি পুনঃ গঠন

report71
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ণ
বালাগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিএফজি সভা ও কমিটি পুনঃ গঠন

হেলাল আহমদ বালাগঞ্জঃ সংঘর্ষ, সংঘাত নয়,শান্তি চাই। এই শ্লোগান নিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলায়
দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে পিএফজি ( পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) শান্তি সহায়ক গ্রুপের ফলো আপ সভা ও কমিটি পুনঃ গঠন ও শনিবার, ৭ ডিসেম্বর নিরাপদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রতিনিধি আকলিমা চৌধুরী, আলোচনায় অংশ গ্রহণ করেন, , বি, এন, পির শেখ জামাল খলকু, মো: মাসুক মিয়া, সাইফুল ইসলাম শেফুল, তজমুল হোসেন জনি, আব্দুল কদ্দুস, আবুল মিয়া, দেলোয়ার হোসেন, মজনু মিয়া, জাহেদা বেগম,নাজমা বেগম,।আওয়ামী এর আব্দস শহিদ দুলাল, নিজানুর রহমান মধু,কুলসুমা বেগম,লাল মিয়া আবুল হোসেন, সালমা আক্তার লাভলী।সুশীল সমাজ, শাহাব উদ্দীন শাহিন, জাগির হোসেন, হেলাল আহমদ, আব্দুল কাইয়ূম, মো: গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান নয়ন, সাদিক হোসেন খিজির, সাবিয়া আক্তার জুলি, তামান্না আক্তার রিয়া,প্রমুখ।উক্ত সভায় আলোচনা করা হয় , বালাগঞ্জ উপজেলায় শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য সবাই এক যোগে কাজ করতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে দল মত, ধর্ম-বর্ণ নির্বিশেসে পাশাপাশি থেকে কাজ করতে হবে।