• ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গলাচিপায় ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

report71
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ণ
গলাচিপায় ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:  ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় পালিত হয়েছে ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিবসটি উপলক্ষে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, মানববন্ধন, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সোমবার সকাল ৯টায় গলাচিপা উপজেলা প্রশাসন কমপ্লেক্সের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় মানববন্ধন ও ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সবুজ পালের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাহিদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মাহবুব আলম শিকদার, জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমীর মো. জাকির হোসাইন, গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র শীল, সদস্য মু. হারুন-অর-রশিদ, সদস্য আবু বক্কর শিবলী, সদস্য রাকিবুল হাসান প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থীসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জাতিসংঘে ২০০৩ সালের ৩১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের সিদ্ধান্ত পাস হয়। এরপর থেকে প্রতি বছর ৯ ডিসেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হচ্ছে। সে হিসাবে এবার ২২তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে।